কবিতা লিখে কেউ কি পরেছে-
ভালো একটা শার্ট,
ভালো একটা প্যান্ট,
আর একজোড়া জুতো!
কবিতা লিখে কেউ কি পেয়েছে-
ভালো একটা ঘর,
পরিপাটি সংসার,
আয়ের উৎস যতো?

কবিতা লিখে কেউ কি হয়েছে-
দেশপ্রধান নেতা,
আদর্শমান বক্তা,
অন্যায়ের বিরোধী!
কবিতা লিখে কেউ কি কিনেছে-
বেগমপাড়ায় ল্যান্ড,
চীন অথবা হল্যান্ড
ঝোঁক সাম্রাজ্যবাদী।


এই কবিতার দান,
নামেই শুধু স্থান,
পাঠকমহল জুড়ে
নামমাত্র সম্মান।


কবির লেখা কবিতার প্রেমে পড়ে,
নতুন লেখার অপেক্ষায় থাকে
কবির প্রেমে অর্থ ও প্রাচুর্য খুঁজে,
এমন প্রমাণ সহস্র, লাখে।

বাচিকশিল্পী কবিতা পড়লে আয়ের উৎস পায়
শ্রোতাদের ভালোবাসা আর পূর্ণ সমর্থন পায়।

কবিদের মন ছোট্ট শিশু, কিশোর, যুবক, মধ্য
বৃদ্ধ হলেও থাকে কবিতার রসদ অনবদ্য।


কবিদের লেখা কবিতা নিয়ে বই প্রকাশনা করে
রয়েলিটি আর কত দেয় তার? তাঁদের পকেট ভরে।


কবি না হয়েও কবিদের লেখা নিজের নামে দাবি
ভার্চুয়াল এই প্ল্যাটফর্মে এক চাপে দেখা যায় সবই।