পিঠ দেখে ভেবো না কেউ,
বুক বুঝি তাঁর ভারী!
চেহারাতে বাস্তবতা,
কর্মটা তরবারি।
বিনাশ্রমে পাওয়া বস্তুর
দাম নেই যে একরতি!
অস্ত্রবিহীন কর্মযুদ্ধ,
সফলতার বাতি।
প্রয়োজনে পরম প্রিয়,
জোঁকের মতো লেগে
স্বার্থ হাসিল অচেনা লোক,
নির্মমতা-ই ভাগে!
আবেগ বড় আজব জিনিস,
সত্য-মিথ্যের জোটে
কখনো খুব হাসায় আবার
কখনো সব লুটে!
অল্প রাগে ক্ষোভ প্রকাশ আর
অল্প সুখে পাগল!
না পেয়ে তাই হতাশ ভীষণ,
জীবন শিক্ষার ফসল।