সাহারা মরুভূমির ওই
বিস্তৃত ভূমি
বুর্জ খলিফার-ই  মতো
ভবনও দামি
কেউ কি নেবে, কেউ কি নিলো
জলে ভাসা লাশ
লাশ-ই জানে; লাশের কতো?
লম্বা দীর্ঘশ্বাস!

জল হয়েছে আশ্রয়কেন্দ্র,
শেওলা ঘরের ছাদ
একটু বেখেয়ালের দরুণ,
প্রকৃতির এই ফাঁদ!
সাপের মাথায় সাপের খাবার
প্রাণ রক্ষার আশ্বাস
উভয় প্রাণে এক মোনাজাত,
এক আল্লায় বিশ্বাস।

এক মূহুর্তেই ছত্রভঙ্গ,
শতবর্ষের জোট
সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা
এক ঝাপটাতে লুট
মা ও বাবা, সহোদর ভাই,
একসাথে নাই বাস
আদরের বোন, ঘরেরও বউ
সকলের বিনাশ।