লিখবে কলম, প্রেস ছাপাবে
শব্দের ছড়াছড়ি
স্ট্রাইক করেছে প্রিন্ট মেশিন,
কালির আহাজারি!
ফটোশপের এডিট ছাড়া
এমন নিখুঁত ছবি
'৮৮ পরে হয়তো আর
দেখেনি পৃথিবী?
সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ
চেনে বন্যার পানি?
চেনে নানান জাত আর ধর্ম?
শুনে সুশীল বানী?
সাম্প্রদায়িক নানান ইস্যু,
নিয়ে বাড়াবাড়ি
আবহমান সম্পর্কদূষণ,
শাসন স্বৈরাচারী!
ভাসছে বানে নারী-পুরুষ,
বৃদ্ধ, শিশু দ্যাখো!
ভাসছে গর্ভবতী ওই মা,
তবুও কিছু শেখো?
ভাসছে বাড়ি, আসবাবপত্র
পশু, পাখি আর ক্ষেত
ঘুরে দাঁড়ানোর উপায় একটাই,
সকলের সমবেত।
জানতে হবে, শিখতে হবে,
লিখতে হবে আবার
নতুন দেশ গড়ার প্রত্যয়ে,
ঐক্যবদ্ধ চাই সবার।