গোটা বিশ্বের পাঠ্যপুস্তক,
না পড়েও জানি
চর্চা করি রুটিনমাফিক,
সত্য-মিথ্যা বানী!
এক লাফে চাই এভারেস্ট জয়,
এক ডুবে চাই নদী
এক দৌড়ে লাখ মাইল হাঁটি,
এক ভোটে চাই গদি!
অটোপাস আর অটো চয়েজ,
কোটাভিত্তিক পদে
মৃত্যু অবধি আসন জুড়ে,
থাকতে চাই সংসদে।
কর্মচারী, কর্মকর্তা,
চতুর্থ শ্রেণির লোক
যেকোনো এক পদে বহাল
থাকা সামর্থ্য হোক।
বাড়তি বেতন-ভাতা সাথে
বিশেষ প্রণোদনা
এক স্বাক্ষর, নয় এক টিপসই-এ
উজ্জ্বল সম্ভাবনা!
নামের পোস্টার, কামের ফেস্টুন,
বিলবোর্ড দক্ষতার
কাগজ, কলমের বাইরে
সবকিছুই অজ্ঞতার!
প্রকৃত শিক্ষিত যাঁরা
মানহানি ভয়, লাজে
আড়ালে লুকিয়ে বেড়ায়,
আসে না সমাজে!
ঘরে ঘরে দেশপ্রেমিক আর
বিশাল কর্মসূচি
আত্মত্যাগের নীতিবাক্য,
আত্মভোগের রুচি!
নামধারী শিক্ষিত, মূর্খ
মিলে গণহারে
গলা টিপে স্বপ্ন হত্যা
করছে নির্বিচারে!
সুযোগ, পদাধিকার বলে
করবে লুটতরাজ
মুখোশ পরে চলবে, ভালো
বলবে গোটা সমাজ!
শেখায়নি, উল্টো শেখেছে,
ভিনদেশিরা এসে
অনিয়ম, দূর্নীতি সম্ভব
সোনার বাংলাদেশে!