জীবনটাকে কৌতুক ভেবে করছি উপভোগ
স্বপ্নগুলো যৌতুকবিহীন; কাল্পনিক সংযোগ।
শখের ঘুড়ি ছিঁড়ছে কেবল নখের আঁচড়ে
আগাম কোনো বার্তা ছাড়া সুশীল কামড়ে।
হলেও একা তবুও আমার ছায়া সহচর
বেখেয়ালের করুণ চিত্র, মনের দেয়াল পর।
যুক্তি-তর্ক, সমোলোচনায় হয়েও সোচ্চার
পরিবর্তন করেও নিজেকে, করি নাই উদ্ধার!