আমিতো হই
ইচ্ছেরও বই,
অনিচ্ছাতে যাকে পড়া যায়।
আমিতো হই
ঠেকারও মই,
সকল কাজে যাকে চড়া যায়।
আমিতো হই
পছন্দসই,
প্রয়োজনে ইউজ করা যায়।
আমিতো হই
পাতিলের দই,
আপ্যায়নে লিস্টে ধরা যায়।
আমিতো হই
টক-ঝাল বরই,
ইচ্ছেমতো চেটে খাওয়া যায়।
আমিতো হই
নুনের মতোই,
আমি ছাড়া কিছু হওয়া দায়!
আমিতো হই
স্বপ্নের চড়ুই,
স্বপ্নে শুধু শুন্যে উড়া যায়।
আমিতো হই
আমারতো নই,
পরাধীন এক সবাই তোড়া চায়।