না খেয়ে রোজ উপোস করি
ছেঁড়া জামা, জুতো পরি
নেই প্রাচুর্য, সুন্দর বাড়ি
আছে সাধ ঠিক নেই সাধ্য।
আমি কবিতা লিখতে বাধ্য।
এই নিয়ে শুধু আমিময়
দীর্ঘ গল্প, উপন্যাস হয়
কাটাছেঁড়ার পর সমন্বয়
লাইন হয়ে খুশ শব্দ।
আমি কবিতা লিখতে বাধ্য।
যা আসে তাই মনের পাতায়
এক নিয়মে, একই খাতায়
পদ্য, গদ্য সকল শাখায়
থাকি আমি আবদ্ধ।
আমি কবিতা লিখতে বাধ্য।
কে, কি বলে কর্ণপাত নাই
কবিদের কোনো লজ্জা নাই
কবি দাবি'র স্পর্ধা-তো নাই
কবিতার জন্ম সদ্য।
আমি কবিতা লিখতে বাধ্য।
কবিতার হাতে শব্দের ব্যাগ
শব্দের ভেতর বর্ণের ট্যাগ
কলা, ফলা'র সফল উদ্যোগ
কবিতা চর্চা শুদ্ধ।
আমি কবিতা লিখতে বাধ্য।