আবেগ; তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত।
আবেগকে অবহেলা করেন!
অবজ্ঞার চোখে দেখেন!
নিছক অনুভূতি ভাবেন!
ভালো বলে মাথায় তুলে নেন!
মন্দ বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন!
অন্যের বেলায় প্রতিপক্ষ; সমালোচক!
নিজের বেলায় নিরপেক্ষ; তত্ত্বাবধায়ক!

এই আবেগ দিয়েই মানুষ মানবিক হয়।
মানবিকতা প্রকাশ করে।
মানবতার ভিত মজবুত করে।
পরস্পরে মেলামেশা করে।
সুখ-দু্ঃখ শেয়ার করে।
আনন্দ ভাগাভাগি করে।
বিপদে এগিয়ে আসে।
একতার বন্ধন গড়ে।
ধনী-গরিবের বৈষম্য দূর করে।
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে।
দেশকে রিপ্রেজেন্ট করে।
সমাজের উন্নতি করে।
নিজে উন্নত হয়, অন্যকেও উন্নত করে।
কাজ করে, ব্যবসা করে, চাকরি করে।
বড় হওয়ার স্বপ্ন দেখে।
নবজাতকের আগমনে আনন্দিত হয়।
মৃত্যুতে শোক পালন করে ব্যথিত হয়।

এই আবেগের জন্যেই.....
গরিবরা ধনীদের সম্মান দেখায়, শ্রদ্ধা করে।
তাদের অধীনে কাজ করে।
ধনীদের শিল্পকারখানা বিস্তারে সহযোগিতা করে।
সম্পদের পাহাড় গড়তে সহায়তা করে।
দেশে মার্চেন্ট বৃদ্ধিতে ভূমিকা রাখে।

এই আবেগের জন্যেই.....
কবিরদের জন্ম হয়।
কবিতার সৃষ্টি হয়।
পাঠকের মহল হয়।
একুশের বইমেলা হয়।
বই প্রকাশ হয় আর বিক্রি হয়।
বিক্রেতা বাড়ে।
বইয়ের সংখ্যা বাড়ে।
প্রকাশনা স্টল বরাদ্দ বাড়ে।

এই আবেগের জন্যেই .....
ফেসবুকে ফ্যান, ফলোয়ার বাড়ে।
পোস্ট রিচ বৃদ্ধি পায়।
লাইক, কমেন্টস, শেয়ার বাড়ে।
কেউ কেউ স্টার গিফট করে।
মনিটাইজেশন অন হয়।
কারও কারও ডলার ইনকাম বাড়ে।
ইউটিউব এ সাবস্ক্রাইবার বাড়ে।
টাইম ওয়াচ বাড়ে।
লাইক, কমেন্টস, শেয়ার বাড়ে।
চ্যানেলের ডলার ইনকাম বাড়ে।

আর এই আবেগকে নিয়ে আবেগাপ্লুত হোন না?
এই আবেগ দিয়ে মানুষ প্রেষিত হয়।
নতুন কিছু করতে উৎসাহিত হয়।
কাজে তাড়না পায়।
নতুনত্বের ধারণা পায়।
মাউন্ট এভারেস্ট জয় করে।
ম্যারাথন এ প্রতিযোগিতা করে।
বুর্জ খলিফা নির্মাণ করে।
নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগ করে।
ফুটবল খেলে, ক্রিকেট খেলে।
অর্থ উপার্জনে প্রতিযোগিতা করে।