জীবনের মানে এক পাল ঘোড়া
মাটির বাঁধন ছিঁড়ে ছুটে যায় দূরে,
সব অর্জন মিশে একদিন
ধূলোর সমুদ্রে কালের বালুর চরে।
এ পথে হাঁটা ভঙ্গুর মঞ্চ
প্রতিটি চরিত্র জানে সমাপ্তি আসবেই,
পরকাল এক বিশাল সাগর
ইহকাল নদী হয়ে তাতে মিলে মিলবেই।
যাত্রী, তুমি কবি ভাঙ্গন পথে’
ধরা নয় তোমা’ শুধু ক্ষণিকের সুর,
কল্প সেতুতে জেগে থাকা আলো
বিলীন হয়েছে স্বপ্ন দূর বহুদূর।
জীবন শুধুই মায়া ক্যানভাস
রং তোড়ে আঁকা চলমান এক প্রহসন,
ক্ষণিক সুখের পদ ছায়াতলে
বিবর্ণ এক শূন্যতার মিছে আবরণ।
পায়ের তলায় সময় ভাঙ্গে
মৃত্যু এসে কড়া নাড়ে ডাকে ডাক পিয়ন,
ঝরে যায় জীব অন্ধকারেই
দৃশ্য বদলায় চলে যায় চিরন্তন।
পৃথিবীর তীরে দাঁড়িয়ে দেখছো
তোমার পাথেয় কি তবে যাত্রার পথে,
রসদ সাজিয়ে নিয়েছো কি সাথে
নাকি গা ভাসিয়ে দিয়েছো ভুলের স্রোতে?
কি নিয়ে যাচ্ছো সুদূর সেখানে
গোপন কান্না না নত হওয়া সিজদা,
পদতলে জমা দুনিয়ার মায়া
নাকি হৃদয়ের গভীরে আলোর ইবাদা?
তৈরি কি হয়েছো বিচার মঞ্চে
ফয়সালা হয় যেখানে আপন হাতে,
সঞ্চিত পণ্য আলোর প্রদীপ
নাকি পাপে ঢেকে গেছে হৃদয়ের পাতে?
শব্দ তোমার কতটুকু ব্যয়
সত্য- ন্যায় পথে রোজকার মোনাজাতে,
তোমার জবান খুঁজেছে কি দয়া
নত সেজদায় খুশু খুজু ইবাদাতে?
এই নাও আলো হৃদয় রাঙ্গো
ইসলাম এক আলোক রশ্মি’ রবি,
আলোর ঘন্টা বেজেছে হৃদয়ে
হাবিবি রবের সত্যের ন্যায়ের নবী।
ইসলাম এক দীপ্ত রশ্মি
তোমা’ ভাঙাচুরা আত্মার মেরামতি,
নত হও সেজদায় খোঁজো দয়া
সত্য পথে মিলে জীবনের চির শান্তি।
রচনা কাল:-
২০ জানুয়ারি, ২০২৫
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)