অস্থির কেন পথিক তুমি
কেন হতাশায় বুক বাঁধো ?
নীলা ব্যথায় হৃদয় বেঁধে
কেন কাঁদো আধো আধো?
হৃদয় পুড়ে আমোদ ঘুচে
কেউ তোমার সুখ লুটেছে ,
হৃদয় ভরা দুঃখ ঢেলে
কেউ তোমায় জ্বালা দিয়েছে।
সাধ ভাঙ্গার হৃদয় গাঙ্গে
ফিরছো না হয় দিনশেষে,
দুঃখ হেরি হতাশ ফেরী
পুড়ছো না হয় অবশেষে।
থামছো নাকি হোঁচট খেয়ে
চটছো নাকি জীবন বাঁকে ?
স্বপ্ন ভাঙ্গার গান গেয়ে
ফিরছো নাকি জীবন সাঁকে ?
প্রলাপ বিলাপ আলাপচারী
নিঃস্ব নিথর গল্প গাঁথি,
অন্ধকারের শূন্যচারি
দুঃখ শোকে করছো সাথী।
সময়ের স্রোতে গা ভাসিয়ে
সময় শক্তি অপচয়,
ক্ষমা করে শান্ত থাকো হে
না করে হাস্যকর অভিনয়।
মন দুয়ারে আলোক মেলি
শোক ঘুচি দুঃখ অরি টোটো,
শান্ত থাকো ক্ষমা সুন্দর
জীবনে যাত্রাটা খুব ছোট।
রচনাকাল:-
২৩ জুন, ২০২৪