ভিতর বাহির এক হোক আজি
রঙ না লাগুক মুখের মাঝে,
নামাজের সেজদা হোক গভীর
হৃদয় থাকুক রবের কাছে।

ভিতর বাহির একটায় হোক
নেইকো তাতে রিয়ার ঠাঁই,
যে হৃদয় পুড়ে রবের প্রেমে
সে কি রঙের দাগ বসায়?

বাইরে যদি সেজদা ঝরে
ভিতরেও থাক নত সে মন,
জায়নামাজে যেই দাঁড়ালো
আল্লাহ তারেই চেনে তখন।

অন্তর জুড়ে জ্যোতি ফুটুক
শুধুই রবের নূরের আলোয়,
বাইরে যেমন সেজদা ঝরে
ভিতরেও থাক ধ্যানের ভালোয়।

ভিতর বাহির একটাই মন
কেবল মহান রবের ইবাদতে,
দুনিয়ার কোনো মোহ না থাকুক
নেইকো চাওয়া মর্যাদাতে।

হাত তুলেছি দোয়ার তরে
কিন্তু মন কি নিবেদিত?
মুখে বলি "রব, মাফ করো,"
অন্তরে কি তাই লিখিত?

আখিরাতের দিনটি আসবে
ভিতর বাহির খুলবে তখন,
যে রঙ মেখে ঢাকো চেহারা
আসল রঙ কি রবে গোপন?

হাত তুলে চাই রবের দয়া
তাকওয়ার পথে চলার তরে,
ভিতর বাহির সমান রাখি
রিয়া না পুষি অন্তরে।

দেহে আছে ক্ষণিক জীবন
প্রাণের সুর তবু চিরন্তন,
ভালোবেসে রবের পথে
ভিতর বাহির করি এক রকম।

তাকওয়ার পথ সত্য পথের
স্বচ্ছ হৃদয় রবের ডাকে,
ভিতর বাহির সমান থাকে
লোভ না থাকে দুনিয়ার চাকে।

হে আমার রব, রাখো আমায়
রিয়া মুক্ত হৃদয়ের মাঝে,
ভিতর বাহির এক করে সব
শিরটা নত সেজদার কাছে।

রচনা কাল:-
২৫ মার্চ, ২০২৫