ভেজাল দিতে করলে না ভুল
ভাবলে না কে আপন পর,
আত্ম সুখে মগ্ন যে জন
সেই জনই তো স্বার্থপর।
মাছ মাংস চিনি লবণ
দুধ মিষ্টি পানি,
বোতলবন্দি ঘি তেল
খাঁটি লেভেলে হানি।
ওজন বাড়াতে শস্য দানায়
মিশিয়ে কাকর- বালি,
নষ্ট কল্পে ব্যস্ত শিকারি
বোনে স্বপ্ন জালি।
ইটের গুড়া লঙ্কা হলুদে
একসাথে সমাধি,
পশুর চর্বি মিশিয়ে
বানাই নকল ঘি।
শিয়ালকাঁটার বীজে হল
সরিষার সন্ধি,
পামওয়েলে আছে এখন
সয়াবিন বন্দি।
ভেজাল ওষুধে কত মানুষ
মৃত্যুর কোলে ঢলে,
কত মানুষ নির্বিকারে
পঙ্গু হয়ে চলে।
গুঁড়ো দুধে মিশিয়ে
আটা সুজি ময়দা,
মুনাফা শিকারি কালোবাজারি
লুটে তাদের ফায়দা।
জমি ছেড়ে ইউরিয়া সার
উর্বর হলো মুড়ি,
এই মুড়িতে নষ্ট হল
ইন্দু মামার ভুঁড়ি।
বাদ পড়ে না রং মিছিলে
আলু শাক সবজি,
নোংরা জল মিশিয়ে দুধে
শান্ত হয়না কব্জি।
হায়রে হায়! আরো আছে
বাদ পড়ে নি শুটকি,
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
লাগাই দরজায় ছিটকি।
ফরমালিন -ফরমালিন!
সবকিছুতেই ফরমালিন,
কি কিনবে ?কি আর খাবে!
ক্রেতার মুখটা মলিন।
ধর্ম বুদ্ধি নয় পুঁজি
নেই ইসলাম বিধি ব্যবস্থায়,
কালোবাজারি চোরাকারবারি
ছেয়ে গেছে ব্যবসায়।
রচনাকাল:-
৭ মে, ২০২৪