সবুজ চাদরে গভীর যতনে
গড়াইতেছে যে ধান,
সবুজে হলুদে সোহাগ ঢুলাই
রাখিবে তাহার মান।

এমন করিয়া সবুজ ছাড়িয়া
হলদে কোটার শাড়ি,
কৃষাণ কনেরা এমন করিয়া
সাজিবে নিবিড় নারী।

সবুজা গায়ের চেতন খুলিয়া
সাজায় হলদে ডালা,
শক্ত খোসার গাঁথন মেলিয়া
গড়ায় সোনার মালা।

জোনাকি পোকারা জ্বালায় তাতে
রোজই সন্ধ্যা বাতি,
কুয়াশা তাহাতে মুক্তা সাজায়
যতনে সারাটি রাতি।

অবশেষে এক করুণ প্রণয়
ছিড়িবে বুকের চাম,
কৃষান কনেরে ঘরেতে তুলিয়া
শুকাবে শ্রমের ঘাম।

নবান্নের উৎসবে মাতিবে
সবুজ পল্লী গাঁও,
হেমন্ত তার বার্তা ছুটাবে
ছুটাবে ধানের বাও।

অবশেষে তার শেষ পরিণয়
পরিনিতি তার চালে,
নিজেকে বিলিয়ে ভরিয়ে গোলায়
কৃষানের ঘরে ভালে।

সাদা স্ফটিকে রূপ মিলাইয়ে
রাখিতে তাহার কূল ,
গরম উনুনে নিজেকে পোড়ায়
ফুটাইয়া ভাত ফুল।

রচনা কাল:-
১৫ ই অক্টোবর, ২০২৪


(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রা বৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব সমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)