টুকরো টুকরো কাঁচে জ্বলজ্বলে আলো,
প্রতিটি খণ্ডে দেখছি অন্য আমাকে অন্য সাজে।
কখনো সুখী, কখনো দুখী ,কখনো ক্লান্ত,
কখনো অন্ধকারে ডুবে থাকা জীবনের ভাঁজে।

ভাঙা আয়নার কোণে জমে থাকা রক্ত,
পুরনো স্মৃতির ধারালো প্রান্তে ছেঁড়া অনুভূতি।
তবুও সেই আয়না বলছে জীবনের গল্প!
এক পূর্ণতা, যা খুঁজে পাওয়া যায় প্রতিটি খণ্ডে খণ্ডে।

রচনাকাল:-
২২ জানুয়ারি, ২০২৫