আমি ভালোবাসি
শূন্যলোকের পূর্ণতা
চিকন শশীর হাসি,
আমি ভালোবাসি
কৃষ্ণকায় নকশী বদনে
মরমী বিষের বাঁশি।
আমি ভালোবাসি
কাদম্বিনীর অনুরাগী বারি
স্নান সিক্ত ঘাসে ভাস্করের প্রতিচ্ছবি,
আমি ভালোবাসি
নগ চূড়ার থমকে থাকা
বৃক্ষ গুল্ম স্বর্ণলতা সবই।
আমি ভালোবাসি
সিন্ধু পারে উর্মি বায়ে
ভেসে আসা শামুক,
আমি ভালোবাসি
বালির 'পরে পদ চিহ্নে
হঠাৎ পাওয়া ঝিনুক।
আমি ভালোবাসি
হাস্যরসের ছন্দ
অগ্নিঝরা কবিতা,
আমি ভালোবাসি
সদ্য ভোরে আজান ধ্বনি
গোধূলি বেলার সবিতা।
আমি ভালোবাসি
ভাঙ্গন- গড়ন - বাধন
শৃঙ্খলতার যত নিয়ম কানুন ,
আমি ভালোবাসি
কোরআন কালাম
নিত্য করি লালন।
রচনা কাল:-
৫ মে, ২০২৪