যোগাসনের ভাবনাডোরে আনকোরা গল্প  কথা,
বেদনা ভুলিতে ভাবনা নামের সখী' নয় অযথা।

অস্তিত্ব আমার তোমাতেই ঢেউয়ের দোলায় তুমি,
ভাবনা ভাগাভাগিতে নিয়োজিত তুমি-আমি।

কল্পনাবিলাসী ভাবনা ঘরে আলিসে ভাবনা,
দুঃখ-সুখের অস্তিত্বে তুমি আমার কল্পনা।

দুটো কথা তোমায় সখি বয়ান দিয়ে যায়,
যার ব্যাথা তার মনে বিঁধে না কারো কায়।

সুখবিলাসী সখি খুঁজো -ফিরি খালি সুখ,
তোমার বুঝিতে বাকি  জীবনটা ভরা দুখ।

চোখ লোচনে ভাব ভাবনা ঘরের কোণে,
পেয়েছে কি কেউ  সুখ মায়াটার মানে?

দুখের ভারা করতে খালি আসবে নাতো কেউ,
সবাই তোমার হাসি মুখের লুটবে ফুলের মৌ।

সুখ সেতো হাওয়ায় মিঠে ইচ্ছে ঘরের আলো,
লালন করো কল্পনারসে মনে মনেই থাকো ভালো।

জীবনের সব দুঃখ গুলো মোড়ক মাঝে পুরো,
হাসিমুখে দুঃখ লুকে সুখ টুকু মেলে ধরো।

পরের সুখে সুখটা খুঁজো করলে না হয় অভিনয়,
পরের খুশিতে সুখটা বিলাই মনুষত্বের পরিচয়।

অবনী'পরে কেউ আসেনি শুধু সুখের মজা নিতে,
এসেছে সবাই বেহেস্ত জয়ী কঠিন পরোখ দিতে।

রচনা কাল:-
১৮ জুন,২০১৭