রিমঝিম ছন্দে ঝমঝমে বৃষ্টি পরে,
মনোজ পাতায় কারে মনে পড়ে?

প্রিয় স্মৃতিরা দেয়  প্রাণে দোলা,
স্মৃতিময় তোমাকে যাবেনা ভোলা।

নেত্র কুঠোরে তুমিই চোখের তারা,
কেমনে বাঁচি বল তোমাকে ছাড়া।

আমায় ভুলে দুরে কেমন আছো?
স্মৃতি গাঁথা যত সব ভুলে গেছো?

শ্রাবণ দিনে বৃষ্টির ছন্দ টাপুর- টুপুর,
তোমাকেই মনে পড়ে  সকাল-দুপুর।

হিমেল হাওয়ায় নাচে কদম ফুল,
বলোনা ওগো কি ছিল আমার ভুল।

শ্রাবণের ধারা আজ বিরহের বৃষ্টি,
সুখ দলি - মন পুড়ে কন্দন সৃষ্টি।

কষ্টের ছটা দু'চোখের তারায় তারায়,
খুঁজি ফিরি সাড়া স্মৃতির পাতায় পাতায়।

স্মৃতিরা আজও আবেগের জলে ভিজে,
স্মৃতির আসরে এ মন তোমাকেই খোঁজে।

তুমি আছো, তুমিই ছিলে ,তুমিই থাকবে,
ভালোবাসার শত সিন্ধু তুমিই জিতবে।।

রচনাকাল:-
(১৩ নভেম্বর, ২০১৬)