তোমার আছে দু'হাত তুমিও জাতির মেরুদণ্ড,
ঐ দু'হাত বিনে জাতি পঙ্গু সমাজ ভিত লন্ডভন্ড।

নারীমূর্তি জাগ খোল অন্তরো মসজিদে দুয়ার,
অবোলা বনিতা হও গো সবিতা- হও হুশিয়ার।

অগোছালো সময় কাটো বসে পাশে বাতায়ন,
জাতি কিছু চায় বুঝে নাও অধিকার- ক্ষমতায়ন।

মূর্তিমতী খোল নয়ন খোল হৃদয় অন্দরে দুয়ার,
তুমিও মানুষ বুঝে নাও তব আজ অধিকার।

তোমার সুন্দর ঐ মুখ বটে রবে কিছুকাল,
তোমা' যথার্থ কর্মফলই রবে থাকবে চিরকাল।

জাগ শশীবালা মোচন কর অন্তরো দুয়ার,
তোমার আছে দু'হাত তুমি সম্ভাবনার জোয়ার।

সর্বরীবালা জাগ নিয়ে শতকোটি অনুভতি,
অর্ধাঙ্গিনী তুমি নরেরই সম উন্নয়নের জ্যোতি।

জাগ নারীমূর্তি দুই পায়ে দলো ভয় -কর জয়,
ভাঙ্গো পিছুটান ছিনিয়ে আনো সফলতার বিজয়।

সমাজের গোঁড়ামি ভেঙ্গে দাও - দলে যাও,
উদ্ভাসিত হও একই সুরে মুক্তির গান গাও।

জেগে ওঠো নারী রংধনু হও ভাঙ্গো বৈষম্য,
উড়ো মুক্তির গগণে নয় কিছুই অদম্য।

পল্লিবালা দুঃখ লুকিয়োনা নকশী কাঁথায়,
পাখা মেলবে কি তবে পাখির ডানায়!

সুন্দর চিবুকে নয় কর্মে জাগাও স্মৃতি,
তোমার বিয়োগে লেখা হয় যেন স্মৃতির গীতি।

রচনাকাল:-
৪ জুন, ২০১৮