নিভু নিভু আলোয় জ্যোতিমান মানবতা
ধোঁয়াশায় ছাওয়া ন্যায়ের আকাশ,
বিষধর সাপেরা ছড়িয়েছিল
ভয় বিভ্রান্তি সর্বনাশ।

শূন্যতার সাগরে ভাসতো বিশ্বাস
তাওহিদের বাতিঘর নিভু আলো,
প্রতিমার পায়ের নিচে কাঁপা মানবতা
বালিঝড়ে ঢেকে যেতো সব ভালো।

গগনের চাঁদ যেন কুয়াশায় বন্দি
নদীর স্রোত রুদ্ধ দাসত্বের শৃঙ্খলে,
নারী যেন শুকনো পাতা—
ঝরে পড়ত পদতলে।

তখনই গগন গর্ভে ফুটল এক সূর্য
দিক চক্রবালে ছড়িয়ে দিল আলো,
জাহেলিয়াতের আঁধার ফিকে হলো
ভোরের শিশিরে ধুয়ে গেল সব কালো।

বাণী তার মরুর বুকে প্রথম
বৃষ্টির স্পর্শ শীতল কোমল,
হৃদয় তার এক টুকরো ওয়াহার
সাহারার বুকের ছায়াঘন অনল।

অন্যায়ের শিলা ভেঙে পড়ল সত্য
আঁধার কেটে এলো নতুন ভোর,
আলোয় তার পুড়ল মিথ্যার পর্দা
ভালোবাসায় প্রস্ফুটিত হৃদয়ের জোড়।

অবিচারের শহরে যেন এক টুকরো সূর্য
আলোয় যার আজও জ্বলছে ভবের দীপশিখা,
আকাশে তার মেঘ জমেনি কখনো
আলোয় তার পথ খোঁজে সহস্র দিগন্তিকা।

তার হাতের ছোঁয়ায় ভেঙে পড়ে
ভ্রান্তির মূর্তির মসনদ,
নিরাশ হৃদয়ে ঈমানের জোয়ার জাগে
আল্লাহর কালাম অনুরাগে সত্যের সনদ।

কুরাইশের দাম্ভিক পাহাড় কেঁপে উঠল
একেকটি শব্দ বজ্রের মতো পড়ল,
শীতল ধারায় গলে গেল পাথরের হৃদয়
অন্যায় সাগরে উঠল ন্যায়বাদের ঢল।

তিনি সত্যের জ্যোতি তাওহিদের চাঁদ
সত্য পথের নক্ষত্রের দ্যুতি,
সেই আলোয় বিশ্ব পথ খোঁজে
নামে মোহাম্মদ ইসলাম এর জ্যোতি।
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

রচনা কাল:-
৭ ফেব্রুয়ারি, ২০২৫