আঁধারের চাদরে নিঃশব্দ রাত
তারারা দেয় আলো ঢেলে,
চাঁদের আলো ছোঁয় মৃদু স্পর্শকে
মায়াময় আলোক মেলে।
শীতল হাওয়ার ছোঁয়ারা আসে চুপে
অচেনা সেই সুর ধূপে,
পিচঢালা পথের নির্জনতা কূপে
স্মৃতির গন্ধ রূপে।
রাত্রির গভীরতা ঘনিয়ে নীরবতা
ঢেকে দিচ্ছে সব কোলাহল,
স্মৃতির গন্ধ পরশ বুলে শুধু
নীরব মন কোণে মখমল।
নিঃশব্দ নীড়ে স্মৃতির আসর
গল্প কথা থামে যত,
রাতের বুকে শুধু স্মৃতিরাই জাগে
নীরব ঢেউয়ের মত।
নিঃশ্বাসে নামে অদ্ভুত শীতল
হৃদয়ে অনুভব মিতল,
হৃদয়ের কাব্যতা জ্বলে ওঠে সুরে
হৃদ মাঝারে বাজে মাদল।
রহস্যের প্রহরী নীরব নির্জনে
যেন নিজেকে পায় খুঁজে,
রাতের শেষ ক্ষনে সান্নিধ্যে নিজেকে
আলসে চোখে’ তারা বুজে।
ভোর আসার আশে প্রতীক্ষারত মন
আঁধারের সোহাগে ঢুলি,
ঘড়িরই কাঁটার টিকটিক শব্দে
সময় গাট ছাড়া গুলি।
স্মৃতির গন্ধ মাতে দোল বাতাসে
অন্ধকারেরই কোলে,
ফের স্বপ্নেতে জাগে ঘুমের ঘোরে
স্বপ্নকথার বোলে।
রচনাকাল:-
১৩ ই নভেম্বর, ২০২৪
(পূর্ণ পর্ব ৭ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক ,সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)