আজি এ বাদলা দিনে চঞ্চলা মন,
ছুটে ফিরে জলে আপনা বিজন বন।
আজি এ বাদলা ধারায় বিটপী সাজে,
হিল্লোলে মাতে চমক বীণার বাজে।
ঝড়ো হাওয়ায় এখন বইছে সরুৎ,
খোকা খুকি ছুটে ফিরে দলে শূন্য মরুত।
খেয়ালি পাখিরা মেলেনা শখের ডানা,
বৃষ্টি স্নানে তরুরা শোনেনা মানা।
তরুদের সাথে আজি মাতিবার অভিলাষ,
মন আনন্দে মাতিয়ে বৃষ্টি বিলাস।
বাদলের জলে হেরি তরু’ নব সাজ,
বৃষ্টি বিলাসে নাই পরে যেন বাজ।
চমক দামিনী তবুও সাধেরা জাগে,
শ্রাবণ বেলায় সুখটা পেলাম বাগে।
কুন্তল লেলি জলে সুখ খুঁজি ফিরি,
মাটিতে জলের কোলাকুলি নয় দেরি।
বৃষ্টি ফোঁটায় ঘুচাবে মনের কালি,
আনকরা কিছু মেলি স্বপ্ন জালি।
নিসর্গরাজে অপরূপ তার শোভা,
শোভা তার বাড়ে চমকিত ক্ষণপ্রভা।
সবুজ চাদরে জল খেলা করে দীপ্তি,
পলক পরেনা লটকানো মনে তৃপ্তি।
বৃষ্টি ফোঁটায় কচি পাতা করে সৃষ্টি,
শ্রাবণ বেলায় ঝরে শ্রাবণের বৃষ্টি।
রচনা কাল:-
১৭ জুলাই, ২০২৪
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ, পূর্ণ পর্ব- সমপর্বিক, সমমাত্রিক, অপূর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ)