থাকতে সময় করো যতন,
করলে যতন মিলবে রতন।
সময়ের প্রতি শ্রদ্ধা ছাড়া,
নিঃস্ব তারা বঞ্চিত যারা।
তারাই পরমুখাপেক্ষী,
মহাকাল সাক্ষী।
না করলে অধ্যাবসায়,
অসময়ের করুন পরিণয়।
স্বীকার করলে সময়ের শাসন,
জীবনে মিলিবে সিদ্ধি সাধন।
বিজ্ঞানীদের আবিষ্কার অতুল বৈভব,
সাধনাতেই মিলেছে সব।
আরাধনায় আছেন যত গুণী,
সৃষ্টির উপাচারেই হয়েছেন ধনী।
ছাত্র জীবন সময়ের যৌবন,
সঠিক ব্যবহারে সুন্দর জীবন।
কুণ্ঠিত শ্রমে ব্যর্থতার দীর্ঘশ্বাস,
হায় আফসোস আর নাভিশ্বাস!
ঘড়ির কাঁটা চলবেই টিক টিক,
বেসামাল তালে জীবন বেঠিক।
সময়ের গান সময়েই গাও,
কল্যাণী তরি লাভ করে নাও।
একটা সময় যেমন জন্মাবার,
আর একটা সময় তেমনি মরবার।
মাঝখানে রাঙিয়ে যাও,
পদচিহ্ন তোমার রেখে যাও।
রচনাকাল:-
৫ই জুন ২০২৪