বড়ই অনুরাগী আমি ঐ শীতল বক্ষ মাঝে,
এ যেন শাখীর ছায়া সকাল- সন্ধ্যা-সাঁঝে।
কলাপী ডানা ঝাপটায় লজ্জাতেও মুখ বুজি,
মুঠো মুঠো আমি পরানে আরো আদর খুঁজি।
নিরুপম ওগো আখিঁ পটে প্রেমের পারাবার,
প্রেম তোমায় দিলাম আর ভয় নেই হারাবার।
রাঙ্গা ললাটে আর নেই কোন সংশয়,
আত্নসমর্পণে আপনি আমার পরিচয়।
ভালোবাসায় রাঙ্গা চরণে চুমু আঁকে,
নদী সায়র টানে ছোটে নিতম্ব বাঁকে।
শতকোটি সালাম তোমার ঐ পদতলে,
আওরতী তোমার তরে শুদ্ধ প্রেমের জলে।
নিরাকৃত আমি চরম তলে তোমার,
সৌদামিনী প্রেম খুঁজে পদতলে আপনার।
ঐ চরনতলেই স্বামী গো সুখে লুটোপুটি,
আরো আছে কত মধুমাসের ফুলশুটি।
স্বামী গো স্বাদ নিয়েছি রাঙ্গা অধরে,
প্রেমের লহরী ঝর্ণা ঝরে অঝোরে।
ভূলোক ছাড়িয়ে শূন্যে ভেসেছি কায়,
অবয়ব জুড়ে তড়িৎ খেলা খেলে যায়।
কোড়ক লোটে ফোটে আরো রঙ্গন ফুল,
বিজলি স্পর্শ কায়ে দোলে কানের দুল।
কোকিলের সুরে সুরের মূর্ছনা জাগে,
বন্ধ লোচনে সুখে ভাসতে ভালো লাগে।
তৃষ্ণার্ত মন খোঁজে প্রেমের দিশা- জল,
প্রেম পরিনয়ে সত্যি আপনি আমার বল।
বাহুডোর শিথিল না করো কোন কালে,
জিনিতে চায় প্রেম ভালবাসার জালে।
প্রতিদিন জয় ভালবাসার কথন বাঁকে,
প্রতিদিন ফুটুক পুষ্প প্রেমের শাখে।
প্রানের পতি শক্ত করেন ভালোবাসার বাঁধন,
কল্পলোকে সত্যি হলো প্রেমের সাধন।
আয় দয়াময় আল্লাহ কবুল ফরমান,
ভালোবাসার প্রেম প্রণয় কবুল করে নেন।
আমীন!!!!!!
রচনা কাল:-
৭ জুন, ২০১৭ইং