প্রজাপতি..... প্রজাপতি ......
ও লো সখী,
এসো গল্প করি
আমি দুখী ।
ও লো সখী, ফুল ছেড়ে কেন
আমার হাতে এলি,
তোর ঔ নরম পরশে মন উচাটন!
একোন হানা দিলি।
বেলকোণীর ঔ পাতাবাহারে
নেইকো কোন ফুল,
তবুও ছুটিস সেথায়
নিবি সখী, আমার কানের দুল।
কও কথা কও! ও লো সখী!
শুনবো তোমার বুল,
পাতাবাহারের ঔ ব্যথিত শাখে
নেইকো সখী ফুল।
চমকি আমি! দুলকি আমি!
ঔদুরে কোথায় ছুটে চললে?
শুনিনি আমি, বোঝিনি সখী
মিষ্টি সুরে কি কথাটাই বললে?
ওলো সখী! আর কিছুক্ষণ থেকে যাও
আরো কিছু গল্প করি,
নরম পাপড়ি তলে কল্পনার রং তুলি;
বিকেল হলেই তোমায় সরি।
কত যতনে গড়া তোমার
মৃন্ময়ী সম্ভার,
সখী লো সুখী
অল্প কথায় নেই তার উপসংহার।
ও লো সখী! মুখখানি তোলো একটিবার
আমাকেও নাহয় সখী দেখো,
খুশি খুশি ঔ অনুভতি নিয়ে
থেকো সখী, খুব ভাল থেকো!!!!!!!
রচনাকাল:-
২১ জুন ,২০১৪