চলো যাই ছেলেমেয়েদের দল,
শহীদ স্মরণে পরুক তরঙ্গের ঢল।
আমরা তো সব কচি কাঁচাগুলি ,
আধো আধো সবে ফুটেছে বুলি।
শিখছি কেবলই বেঁচে থাকার লড়াই,
শহীদ মিনারে চলো কিসে করো এত বড়াই।
চলো সব বোন চলো সব ভাই আমার,
এক লাইনে হয়ে যায় একাকার।
শহীদ স্মরণে বেরিয়ে তোরা আয়,
চলো যাবো সবে বেলা যে বয়ে যায়।
গলা ছেড়ে ধর অগ্নিঝরা সুর,
মরমে তাদের হৃদয় কাঁদে ঝুরঝুর।
রচনা কাল:-
২১ ফেব্রুয়ারি, ২০০৭