গগনের গায়ে মেঘেরা বৃষ্টি ছড়ায়,
রঙের পিঁপড়ে আসিয়া ধরণী সাজায়।
মেঘের ডানায় যেন সূর্যের সুখ,
রংধনু রঙে ফোঁটে আকাশের রূপ।
কমলা হলুদে লাল সবুজের মেলা,
সাদা নীল আর বেগুনিতে নৃত্য খেলা।
রংয়ের ভেলা আকাশ ডিঙিয়ে মাতায়,
লুকানো গল্পে আসর মাতিয়ে যায়।
রংধনু কাব্য গাঁথে সময়ের শিকলে,
সময় ফুরোলে সব মুছে নীল দখলে।
পাহাড়ের গায়ে জলরাশি জল গড়ায়,
হৃদয় বাঁধনে রং খেলা খেলে যায়।
মাটির গহীনে যতনে ছড়ায় মায়া,
রংধনু শিলা গাঢ় রঙে গাঁথে কায়া।
সুরতাল তোলে সাত রঙা রঙে সঞ্চয়,
তিলে তিলে গড়ে সাত রঙা রং নিশ্চয়।
আকাশ রাঙাতে রংধনু জাগে মুহূর্তে,
আকাশ রাঙিয়া ধরণীও রাঙে সুখসূত্রে।
চুপচাপ সব দাঁড়িয়ে পাহাড় দেখে,
ক্ষণিক সময়ে রংধনু হয় ফিকে।
তখনো পাহাড় রাঙিয়ে নিজেকে স্থায়ী,
বক্ষেতে মাখিয়া সাত রঙে গড়ে কায়ি।
বিধি রং খেলা খেলে গগনের সঘনে,
পাহাড় সেথায় সাত রঙে বাঁধা বধনে।
রচনা কাল
১০ নভেম্বর, ২০২৪
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক ,সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)