লালে প্রেমের গীতি প্রেমের রং লিলা বালি,
লিলাবালির আখরে ছেয়ে প্রেমের গীতাঞ্জলী।

লিলাবালীর স্বপ্ন রাগে লাল চাঁদ শোভা পায়,
তার কল্পনাতে শত রং জাগে দমিয়ে রাখা দায়।

নীল রংয়ের পাতায় আছে দুঃখ সারি সারি,
নিলামনির বিরহ গাঁথা বড়ই বাড়াবাড়ি।

কষ্ট ভরা নীলের ব্যথায় বিরহ ছলছল,
বিরহিনির জলের ধারা দু চোখে টলমল।

নীলের বিষে নিলাবালির আলুলালিত প্রাণ,
নীল যোগে প্রেম বিয়োগে পায়না প্রেমের ঘ্রাণ।

লাল নীলের ছন্দ পতনে গাটছড়া দর কষাকষি,
কালোই মিলেছে শোকাবহ মিছিলের লম্বা সারি।

বেগুনী আপোষহীন কোন ছন্দ পতন চায় না,
না নীলে না লালে তার স্বভাব তাতে যায় না।

গোলাপী' মাঝে ভালোবাসার রহস্যময় গন্ধ,
ভালোবাসায় পরাজিত প্রাণ নেই কোন দ্বন্দ্ব।

কখনো গ্রীষ্ম কখনো বর্ষা তবু একই বাসাবাধা,
গাটছড়া বাধা ভালোবাসার রহস্যময় ধাঁধা।

শুদ্ধতা আর পূর্ণতা শুভ্রতায় জেগে ওঠে,
শুভ্র সাদা একই তালে লোক সকলে বলে ওঠে।

হলুদের শত্রুতা ভাব জীবনের নয় ছয়,
কথার কথাই বলি গল্পটা মিথ্যে নয়।

সবুজের কচি পায় সজীবতার নূপুর,
জীবন সেথা স্বপ্নময় সকাল- দুপুর।

কত রং আছে রং বেরঙের মানুষ আছে,
প্রেম বিরহের  লিলা বালিও আছে।

বেনিয়াসহকলারা রংধনু হয়ে জাগবেই,
মিশ্র প্রেমের ক্রিয়ায় তাদের রং বদলাবেই।

সেই সূর্যি মামা সরোবরের জোছনা তারা,
থাকবে একই একই তাদের আলোর ধারা।

মন পোড়া মাটির গন্ধ নাকে আসবে না,
কেউ কারোর মনের ব্যথা বুঝবে না।

রং লীলায় বদলে যাবে কারনে অকারনে
প্রেমের খেলায় মতি পাল্টাবে সকালে বিকেলে।

কেউ ভাসে না সারা জীবন সুখের ডানায়,
কেউ থাকে না সারা জীবন শোকের ছায়ায়।

রচনাকাল:-
২৫ আগস্ট, ২০২১