রাজাবাবু ও রাজাবাবু একটু শোন জান,
আমি ইলা তোমারই দাও গো প্রনিধান।

মান- অভিমান পালাবদলে আবার ভালোবাসা,
আদরে বেঁধেছেন বিধি ছোট্ট মোদের বাসা।

রাজাবাবু ও রাজাবাবু একটু শোন জান,
আমি ললনা তোমারই দাও গো প্রনিধান।

কৃষ্ণচূড়ায় দোল খেলে যায় সুমিষ্ট বাতাসে,
কঁচি পাতায় সাজে হৃদয় বিধু হাসে আকাশে।

রাজাবাবু ও রাজাবাবু একটু শোন জান,
আমি বনিতা তোমারই দাও গো প্রনিধান।

জান্নাতি সুখের লীলায় বেঁধেছি ছোট্ট বাসা,
চাঁদটা ও জানে আমাদের ভালোবাসা।

রাজাবাবু ও রাজাবাবু একটু শোন জান,
অঙ্গনা তোমারই আর করোনা অভিমান।

রোজ আকাশে সূর্যটা জাগে নতুন স্বপ্ন নিয়ে,
সাজাবো তোমায় মনের মুকুলে ভালোবাসা দিয়ে।

রাজাবাবু ও রাজাবাবু একটু শোন জান,
কামিনী তোমারই আর করো না ভান।

তোয়দভেদী রংধনু তুমি ইন্দু আমার ঘরে,
রুপলয় রঙ্গন স্বর গো তোমায় সরে।

রাজাবাবু ও রাজাবাবু একটু শোন জান,
ভামিনী তোমারই দাও গো প্রনিধান।

অনিল প্রবাহে দুলছে শাড়ীর আঁচল,
যামিনী জেগেছে চোখে এঁকেছি কাঁজল।

রাজাবাবু ও রাজাবাবু শোন না একটু জান,
আমি যে শুধুই তোমারই দাও গো প্রনিধান।

আলহামদুলিল্লাহ! শুকরিয়া তোমার জন্য,
বন্য আমি, অধম প্রিয়া ধন্য তোমারই জন্য।

রাজাবাবু ও রাজাবাবু মোনাজাতে কাঁদো জান,
দোয়া মাঙ্গো জায়নামাজে দিয়ে গভীর প্রনিধান।

আয় দয়াময়-মালিক খোদা কবুল ফরমাও,
মিষ্টি এ জোড়া অনন্তকালেও কবুল করে নাও!!

(আমীন)

রচনাকাল:-
৩০ মার্চ ,২০১৭