আজিকে রাত্রি আঁধার কালো দিবা,
ঘর বাহিরে বন বাদাড়ে কেবা?

রাজহংস খুঁজতে তুলো ধুনো,
এই আঁধারে পথ হারিয়ে বুনো।

গগন জুড়ে মেঘের ঘন ঘটা,
তাই তাকিয়ে মানুষ সবে ছোটা।

থমকে দেয়া চমকে বায়ু সাড়া,
গৃহের বাটে ছুটতে তাই তাড়া।

আকাশ পাড়ে মেঘেরা ডাকে কড়,
মাঠের গরু ভয়েই জড়ো সড়।

মেঘের বাড়ি কড়াত কড় ডর,
জলদি তাই ফিরতে হবে ঘর।

আকাশ ফাড়ি বিজলী বাতি জ্বলে,
ঘাসফড়িং মনের ভয়ে দলে।

ভেজা আকাশ ভেজা বাতাস আজি,
রাত্রি আঁধার কালোয় দিবা সাজি।

পাখিরা ছোটে গৃহের বাটে দলে,
মাছে আমোদ ফুর্তি করে জলে।

চাতক চাহে আকাশ পানে খুশ,
ডাহুক ডাকে খেল হারিয়ে হুশ।

কদম বনে খুশি’ মাতন জোটে,
পাখিরা ভয়ে ডাঙ্গায় গৃহ টোটে।

টুনটুনিরা আহার খোঁজে খোটে,
ফুলের কুঁড়ি মনের মত ফোটে।

কবি হৃদয় ছন্দ তোলে মনে,
ভিজবে কায় ভেজা তরুর সনে।।

রচনা কাল:-
২১ আগস্ট ,২০২৪

(পূর্ণ পর্ব পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ, সমমাত্রিক , সমপর্বিক, অপূর্ণ পর্ব  অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ)