হৃদয় মাঝে কার বসত বাড়ি
না দেখি তারে চোখের সামনে
রবো না আর এই জমিনে।
ভাদরও মাসের ভাদাইও খাটি
আশ্বিনের দিন বুঝি আইলো লগণে
রবো না আর এই জমিনে।
স্বামীর ঐ সোনামুখ দেখিনি কতদিন
প্রাণ পোড়ে চক্ষু জ্বলে সহে না পরাণে
রবো না আর এই জমিনে।
কত কথা দিয়েছিলাম ভালোবাসার ক্ষণে
থাকব না তারে ছেড়ে একদিনেরও তরে
রবো না আর এই জমিনে।
সোনামুখ গেল বুঝি শোকেতে শুকায়ে
রোচে না আর ওদন বুঝি পেট ভরে কপালে
রবো না আর এই জমিনে।
মনেরও ভিতরে লালন করি তারে
নতুন করি প্রেমে পড়ি তার স্মৃতি সরে
রবো না আর এই জমিনে।
সৃষ্টি করলেন মওলা মোদের একজোড়া করে
তার পরাণ আমার পরাণ পরস্পরের তরে
রবো না আর এই জমিনে।
আলহামদুলিল্লাহ বলি তার সঙ্গ পেয়ে
সারাজীবন কাটাতে চাই তার পায়ের কাছে
রবো না আর এই জমিনে।
আকাশের ঐ উড়ো পাখি যাও গো জানাও তারে
আসছি আমি তাড়াতাড়ি বাবার বাড়ি ছেড়ে
রবো না আর এই জমিনে
রচনা কাল:-
১৭সেপ্টেম্বর, ২০১৭ই