ভাঙ্গা ফুটপাতের ধারে কাঁপছে শিশুটি
বরফের ছুরি কাটে বক্ষ পাঁজর,
বরফের মত জমে শরীর কাঁপছে হিমে
বস্ত্রহীন শরীর নিথর।

মায়ের আদর নেই বাবার স্নেহ নেই
পথশিশু পথে ঘুরে ভবঘুরে,
হারানো স্বপ্নের প্রতিবিম্ব আঁকছে
তবুও চোখের তারা জুড়ে,

শীত এসে পথ বেঁধে দিল আরো বেড়ে গেল
তার ভাঙ্গা হৃদয় ক্ষত,
কেউ দেখে না থামে না কেউ তার পাশে এসে
গাড়িগুলো ছুটে চলে দ্রুত।

উঁচু দালানের আলো ঘর আলোক সজ্জা
হৃদয়ে জ্বলে মোম বাতি,
এক টুকরো ভুলের স্বপ্ন বোনে মন
কাটে না হিম শীতের রাতি।

শীত এসে পথ বেঁধে দিল আরো বাড়ে ক্ষুধা
জোগাড় হয় না এক রুটি,
ক্ষুধার জগতে নাকি শুদ্ধ হয় না ঘুম
নির্ঘুম থাকে চোখ দুটি।

এই নিষ্ঠুর ভবে বুকের পাঁজর খালি
ভালোবাসায় সিঁধেছে বুকে,
হিম আর ক্ষুধা এক সাথে এসে থামে পাশে
একাকী শিশুটি মরে ধুঁকে।

মানবতা আর হয় না উদয় মানুষের
বিবেকেরা আর কথা কয় না,
মানুষে মানুষে প্রেম আর আগেরই মত
এতটা গভীর হতে চায় না।

একাকী শিশুর মনে দুমড়ে দুঃখ কাঁদে
অবুঝ সে আর কিছু বোঝে না,
তাইতো আশায় ফের বুক বাঁধে স্বপ্নে
পাথর শোকের কথা শোনে না।

মিলে যদি দুটো রুটি টুকরো কম্বলটা
ঝলমল করে ওঠে চিত্ত,
ফের হাসি হাসে ঠোঁটে স্বপ্ন ক্যানভাসে
ছিড়ে দুঃখ শোকের বৃত্ত।

রচনাকাল:-
১০ ডিসেম্বর, ২০২৪


(পূর্ণ পর্ব আট মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব  অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)