বীর বাঙ্গালির জয়ের নিশান
উড়ো ঊর্ধ্বমুখী মুক্ত বায়ে,
পতাকা, আমার ইচ্ছে করে
তোমায় জোড়ায় রাঙ্গা গায়ে।

সবুজের বুক চিরা লাল
যেন সূর্যের আলো।
নিবিড় সবুজের বুকে লাল
তোমায় মানিয়েছে ভালো।

তুমি আমার আনন্দ গো
এই মনের কুড়ে  ঘরে,
তুমি ছাড়া একলা একা
কাঁদি পরাজয়ের ডরে।

তোমায় পেতে শহীদ হলো
তিরিশ লক্ষ বীর সেনা দল,
অর্জনে তোমায় বিলিয়ে দিলো
তাদের যত শক্তি বল।

বাংলাদেশ স্বাধীন হলো
উড়লে তুমি আকাশে,
স্বাধীনতা ছড়িয়ে গেল
বাংলার মুক্ত বাতাসে।

তোমার মাঝে বিশ্ব দেখি
যেমন করে চাই ,
তোমার মাঝেই লুকিয়ে থাকা
আপন স্বাধীনতাকে পাই।।

রচনা কাল:-
২৬ শে মার্চ ,২০০৬ সাল
(“পতাকা”  নেহাৎ তানভীর এর লেখা প্রথম কবিতা)