রাস্তায় দেখি সেদিন
এক মস্ত পাগল,
বোধহীন যেন এক
উন্মাদ ছাগল।
যায় যায় ফিরে চায়
পিছনের দিকে ,
এদিক ওদিক ফিরে
হাসি দেয় ফিকে।
গায়ে পায়ে মাখা তার
একগাদা ধুলো,
হাতে নিয়ে খাচ্ছিল
সাদা এক মূলো।
মাথাটা তার ভর্তি ছিল
ঝুপড়ি চুলে,
বাতাসের হাক লেগে
ঝুপরি উঠে দুলে।
পরনের ছেরা শার্ট
আর ছেঁড়া লুঙ্গি,
দাপট দেখিয়া মাঙ্গে
মনে হয় চুঙ্গি।
পাগলের ভাবভাব
লাগলো না ভালো,
মুখটা দেখিতে তার
চিকুর কালো।
খানিক বাদে দেখি
এক ছিনতাইকারি,
লুটে নিচ্ছে এক
মালের গাড়ি।
পাগল তখন কি
করিল জানো?
দেখিতে যদি কান্ডটা
কেমন কষা গাড়।
মনে হলেও তারে
একটা জিরো,
কাজ দেখালো যেন
সিনেমার হিরো।
লাফিয়ে উঠলো সে
মালের গাড়ির ‘পরে,
আটক করিল দোষী
পিস্তল ধরে।
রাস্তার পাশে জুটিলো
জনতার ভিড়,
সবার মনে খোঁচা দিল
অজানা তীর।
খানিক বাদেই জানা গেল
পাগল সিআইডি পুলিশ
আমজনতার দল সব
হলো ফুলিশ।
রচনা কাল:-
২৩ ডিসেম্বর, ২০১১