একদল ছাত্র বুক চিতে চায় মুক্তি,
অদম্য সাহসে লড়াকু দেখায় যুক্তি।
টিয়ার গ্যাসের ধোঁয়ায় ঘোলাটে আকাশ,
বুলেট গর্জে শব্দ ভাসানো বাতাস।
বুলেট গর্জে কাছে এসে থেমে যায়,
কেউবা বুলেট ঠুকে মরে পরে ঠাঁই।
অস্থির এক যুবক সেথায় মুগ্ধ,
ঝাপসা চোখের অগ্নি করেছে যুদ্ধ।
হাত তার বাঁধা বোতল বন্দি পানি,
বোল তার শোরগোল তোলে পানি লাগবে পানি?
সৈনিকের ঠোঁট ভেজাতে মুগ্ধ ক্লান্ত,
ছুটেছে প্রান্তে প্রান্তে অপর প্রান্ত।
বিকেল বেলাটা আর ফুরালো না তার,
ঘোলাটে ধোঁয়ায় বুদবুদ তোলে যার।
বুলেট বিঁধলো কপালে কপাল ঠুকরে,
মাটিতে লুটিয়ে পড়ল প্রাণটা কুঁকড়ে।
আজ আর নেই আমাদের মীর মুগ্ধ,
তবুও যা আছে সেই আমাদের মুগ্ধ।
আজও বাতাস গল্প ভাসিয়ে বেড়ায়,
মুগ্ধরা রবে ইতিহাসেরই পাতায়।
রচনা কাল:-
২৬ আগস্ট, ২০২৪
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত , সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব অসমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)