সময় নামের অতিথিরা এসে জীবন উঠানে
ফেলে যায় পদ চিহ্ন,
বালুচরে লিখা কাব্যেরই মত ঝড়ে মুছে যায়
টুকরো প্রেমের ছিন্ন।
তবুও কোথাও রয়ে যায় রেশ স্মৃতি’ ফলক
কুয়াশার মত আঁকড়ে বুক,
হেরে গেছে পথ পড়ে শূন্য রথ করে ক্ষত ক্ষত
তবু আয়নার মতো মুখ।
চায়ের কাপের ধোঁয়াটে গল্প আজও লুকায়
পুরনো হারানো দিন,
বাতাস আজও পুরনো সুরের তানটা ধরেছে
বেজেছে পুরান বীণ।
শূন্যতার মাঝে রঙের বুনন কিভাবে হয়েছে
পদচিহ্নের ছাপ,
ভাঙ্গা কাঁচের আঘাতের ক্ষত কিভাবে শুকায়
ফেলে জীবনের ধাপ!
সময় শিখায় কিছু কেড়ে নিয়ে যায় বহুদূর
কিভাবে বনুন সুখের,
হারানোর মাঝে বাঁচার আনন্দ কীভাবে জুড়ে
নির্বাসিত এ দুখের!
পলাতক সময়ের পদ চিহ্নে খুঁজে পেয়েছি
জীবনের সব রং,
রোদেলা দুপুর গোধূলি বিকেল রঙিন সন্ধ্যা
ভোরের কদমে সং।
থামেনি সময় আমরা হেঁটেছি পৃথিবীর পথে
সময়ের সাথে সাথে,
স্মৃতি’ মিছিলে ভিড় করা মন গুটিয়ে নিজেকে
মানিয়ে নিয়েছে তাতে।
সময় নামের অতিথির সাথে আমরা পথিক
চলেছি পথ নিরন্তর,
খুঁজেছি নতুন সকাল জীবন উঠানে আবার
ভরেছি আলোয় অন্তর।
রচনা কাল:-
১৪ ই জানুয়ারি, ২০২৫
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)