স্মর গো আমার বিরহবেলা
নয় শুধু প্রাতে - দিবসে,
শুধাও সখা কোল বালিসে
বক্ষ তাপিত দুঃখের বিভাবসে।

                অন্তর আমার দুঃখের ভারা
                অশ্রু জলে গেঁথেছি মালা ,
                তিমিরে শুধাও সখা
                জানে ভাল আরো সর্বরীবালা।

তোমা' তরে কত ভিজেছি জলে
শুধাও সখা আমার বালিসে,
নীরব সেতো না বলবে কথা
চোখ বুঝে সদা আলিসে।

                হীত কিবা করলে না জানি
                দুঃখ বাকি আরো কত দফা,
               শুধাও সখা বিটপী শাখে
               কষ্টে আমার নেই তো রফা।

আচম্বিতে নজর গোচর
নীলচে বরন তোয়ালা,
নোনাজলে কত সিক্ত করেছি
ভুলে চুমেছি গরম পেয়ালা।

               ঐ দেখ সখা, জায়নামাজ আমার
               সেও আকুল পঞ্চ বারে,
               কামনাতে কেঁদে মরি তাতে
               মাথা খুঁটে মরি স্রষ্টারও দ্বারে।

ঐ চেয়ে দেখ, নীরব স্বাক্ষী
প্রতিদিনকার স্নানঘর,
নীরব ব্যথা বুঝতে সখা
না করো ভুল প্রানের স্মর।

                ঐ দেখ সখা, নেত্রকিনারে
                শোকেতে মেলেছে মালিন্য,
                ঈক্ষে সখা না করো কটাক্ষ
                তব কি অবিনয় তোমা' কালিন্য।

কি গতিক আমার স্বাক্ষী সবাই
নীরব, নিথর, সাতিশয়,
কৌশল কিবা দাও বলে দাও?
বিশ্বপতি, ও দয়াময়।

                বলে দাও বিধি মহাপরাক্রম
               কে দিবে প্রতিবাক্য,
               পরিতাপ মনে নীরব সবাই
               কে দিবে আমার স্বাক্ষ্য।

রচনা কাল:-
২ এপ্রিল , ২০১৭