এসেছে নতুন বছর
এনেছে আনন্দের সমাগম,
এই নিয়ে চলছে চারিদিকে
আনন্দের ধরাধাম।

ছন্দ পাতার কলতানে  
মাতিয়ে  সবাই বেশ,
বদলে গেছে যুগ জামানা
বদলে গেছে দেশ।

কত সাধের সাজন নিয়ে
ঘুরছে সবাই বেশ,
সাদা লালের শাড়ি পরে
খোলা রেখে কেশ ।

আসরের এই ভালো মন্দ
আমাদের এই সমাবেশ,
সব মিলিয়ে গড়ে উঠেছে
আনন্দের এক পরিবেশ।

রচনাকাল:-
এক জানুয়ারি, ২০০৯ সাল