গোধূলি মেতেছে হলুদের দোলে সাঁঝে,
স্থিতি মিলবে তার রোজকার কাজে।
সাঁঝের বেলায় মায়ায় জড়ায় আলো,
একটু পরেই ঘনাবে আঁধার কালো।
ঠিকরে পড়েছে অরোরা সন্ধ্যা প্রেমে,
পাখি নীড়ে ফিরে দিবা ব্যস্ততা থেমে।
এই ডুবু ডুবু লালে সন্ধ্যারা সুন্দরে,
নোঙ্গর গাড়ে আলোরা আঁধার বন্দরে।
নামলো আঁধার জ্বলে প্রদীপ বাতি,
আঁধার ঘনিয়ে জোনাকিরা হবে সাথী।
সন্ধ্যা আদরে স্নেহ চাদরে রাত,
হৃদয় গলিতে ভালোবাসা এক জাত।
নরম রাতের আবছায়া আলো দোলে,
রাত জাগা তারা নীল আকাশের কোলে।
আঁধারে পৃথিবী বাতাসে সুরভী বুদ,
একাকী পথিক দিশা খুঁজে ধরে খুধ।
চোখের তারায় সুনীল আকাশে চাঁদ,
যত দেখি তারে তবুও মেটেনা সাধ।
নিঝুম রাতের আলতো ছোঁয়ায় তারা,
নীল সীমানায় দূর দিগন্তে সাড়া।
রেশমের মতো নরম ঘুমেরা ঢলে,
ক্লান্ত ঘুম চোখে’ ‘পরে হাত বুলে।
পৃথিবী থমকে দাঁড়ায় রাতের ঝোপে,
ঘড়ি টিকটিক শব্দে আঁধার কোপে।
মৃদু চোখ ছায়া মেলে পৃথিবীর ‘পরে,
নির্ঘুম চোখে স্বপ্ন ছবি সরে।
জোছনা আলোয় খুঁজে ফিরি তোমা’ মুখ,
খুঁজি ফিরি তোমা’ ভালোবাসারই সুখ।
রচনা কাল:-
৩ সেপ্টেম্বর, ২০২৪
( পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক ,সমপর্বিক, অপূর্ণ পর্ব অসম মাত্রিক, মধ্যম রায়ের মিত্রাক্ষর ছন্দ।)