শান্ত আমি হব না হব না জ্বলে পুড়ে ছাই,
সবার মশালে মশালে আগুন জ্বেলে যাই।

তপ্ত নুড়ি ঘোষে ছড়াই বিভাবসের ফুলকি,
জয়ের নেশায় হৃদয় সদায় দুলকি।

হই আগুয়ান তপ্ত প্রাণে সাধের ভারা,
বিন্দু জলে সিন্ধু আমায় করে তাড়া।

একলা নারী ‌ আপন মনে কষ্ট  দলি,
গীতি কবিতায় মনের যত দুঃখ বলি।

আলোকলতা নইতো বিজলি সম্পাকলি,
নীরদ ভেঙ্গে রংধনু হই একটা কথায় বলি।

লক্ষ-কোটি তারার ভীরে এক ফালি চাঁদ,
ভাঙবো বেড়া শিকল যত পাতানো  ফাঁদ।

ঝরা পালকে ঝরবো না  আর কষ্ট বুকে,
পাষাণে বেঁধেছি হিয়া মরবো না ধুঁকে ধুঁকে।

বিরহ বিলাপে কাতর হবো না কোনদিন,
অগ্নি ঝরা সুরে বাজাবো যৌবন বীণ।

বিকশিত কলি ফুলদানিতে সাজবোই না,
যে যাই বলিস মানবোই না- শুনবোই না।

পায়ের তলার মাাটি যতই করুক কায়দা,
অনঢ়-অটল শিখর সদৃশ নাই কোন ফায়দা।

আমা' প্রাণে চঞ্চল শতপল রক্তিম সবিতা,
উদ্ভাসিত নীলিমা 'পরে শেষ বিকেলের কবিতা।

রচনাকাল:-
২৬ অক্টোবর ,২০১৬