আমার আকাশ ছোঁয়ার  স্বপ্ন শিখর,
আমি রৌদ্রে পোড়া তপ্ত নুড়ি পাথর।

চাঁদের সাথে ঈর্ষে তাহার সাথেই আঁড়ি,
তাহার সাথেই গল্প বলি করি সলমাচারি।

আমি চুপকন্যা চুপ থাকি নামে চুপকথা,
আমি এক রাণীগঞ্জের নীলা রুপকথা।

স্বপ্ন গুলো চঞ্চল সদা বড়ই দুরন্ত,
হৃদয় বিহারে প্রলয়শিখা সদায় জলন্ত।

ঠোঁটের কোণার হাসি ফোটে না আর,
জ্বলছি সদা তাই বন্ধ মনের দ্বার।

কত মন তাতে কড়া নাড়ে খুলে দাও,
দোষ কি আমার প্রিয়, আমায় বলে যাও।

তবুও আমি স্মৃতির মায়ায় পড়ি অনুরাগে,
ফোঁটে নব উৎপল তাতে নব স্বপ্নে জাগে।

হৃদয় গহীনে বিরহ সরে বেদনার সুর বাজে,
তবুও ফোঁটে মনের বকুল সকাল -সাঁঝে।

তাতেই আমার ইচ্ছেগুলো থমকিয়ে চুপ,
একজনই সে মনের বকুল জাগে নানারুপ।

মনের বিরাগে ব্যর্থ তাপে ডাকি জঞ্জাল,
তবুও আমি তাহার ভালোবাসার কাঙ্গাল।

মন বিলাসের ছোট্ট একটা অনুনয়,
মন গলানো প্রেমের তাপে পুড়লো হৃদয়।

অনুনয় তব হক সবিনয় করি আবেদন,
বেঁচে থাকুক প্রেম - প্রনয় বিনীত নিবেদন ।

রচনা কাল:-
৬ নভেম্বর, ২০১৬