অধ্যাবসায়ই জীবন জীবনই অধ্যাবসায়,
নচেৎ অধ্যাবসায় পড়বে জীবন দুর্দশায়।
ধৈর্য ধরো শক্তে বাধো বুক ,
শত দুঃখ যতই আসুক।
বিশ্বাস-মেধা-সুযোগ নচেৎ অধ্যাবসায়,
হবে পরাজয় নেই কোন সংশয়।
তিরিশ বছরের সাধনা শাহানামা ,
যতনে রতন ফেরদৌসীর সাধনা।
বিশ বছরের সাধক জ্ঞানেন্দ্রমোহন,
বাংলা ভাষার অভিধান মহাসাধন।
আব্দুল করিম সাহিত্য বিশারদ ,
প্রাচীন পুঁথির আশ্চর্য রথ।
ইংরেজকে পরাজিত করার বাসনা,
অধ্যাবসায়ী ব্রুসের ছিল সাধনা।
অধ্যাবসায়ী জনসনের বিখ্যাত অভিধান,
আজও ফরাসি জাতির ধ্যান জ্ঞান।
ওয়াল্টার স্কট-বোনাপার্ট -নিউটন,
অধ্যাবসায়ী গুণীজন জনে জন।
রবীন্দ্র - নজরুল বিশ্ব বিখ্যাত,
অধ্যাবসায়িরাই জগত খ্যাত।
নচেৎ অধ্যাবসায় অকালে ঝরে যায়,
ব্যর্থতাই মুখ লুকিয়ে কপাল চাপড়ায়।
হুংকার গরিমায় হবে কি অনামিকা?
চেয়ে দেখো অধ্যাবসায়ী আমেরিকা।
সময়ের সিঁড়ি মেরে উপরে উঠতে চাও?
নিরলস শ্রমিক আর অধ্যাবসায়ী হও।
অলস অকর্মণ্য আর মূর্খ আছে যত,
কার্পেটে মুড়ে রাখে বুকের ক্ষত।
তাদের পদাঘাত পদচিহ্ন নয় ধরণীর বুকে,
মুমূর্ষের মতো মরে ধুকে ধুকে।
যা করেছো পশ্চাতে ফেলি পচা অতীত,
মম অধ্যাবসায়ে গাও জাগ্রত গীত।
মম অধ্যাবসায়ে হও বীর্যবান,
সময় কর তাজা শ্রমই মহান।
অধ্যাবসায়ী শ্রমিকের প্রাণে উচ্ছল,
জাগো নওজোয়ান আল্লাহর সৃষ্টি দল।
হাস্য সখিরে নিয়ে নয়,
অর্ধ জীবন করেছ কি অপচয়?
নষ্ট কল্পে করো না অভিলাষ,
মম চিত্তে শ্রমের সাথে কর বাস।
নচেৎ অধ্যাবসায় কাঁদিতে হয়,
অধ্যাবসায়ী যারা তারাই ধন্য রয়।
রচনাকাল:-
৬ই জুন, ২০২৪