সংবিধানে যদি থাকে কোটা সংযোজন,
এতসব যাচাই বাছাই মিথ্যে আয়োজন।
নাম ভাঙ্গি আদু ভাই গড়ে সিংহাসন,
মেধা যাচাই হয় না দেশে বেকার জীবন।
ষোল আনা চামারী নিয়ে বাপের জমিদারি,
কোটার গুনেই বাহাদুরি সব কোটাধারী।
শিকল পড়া জাতির স্বাধীন অভিনয়,
শিকলবন্দি জাতিই ভাঙবে পরাজয়।
কোটা নিয়মে নাতি পুতি পাচ্ছে অনুদান,
করছে তারাই মুক্তি সেনার অপমান।
ছাত্ররা সবাই কলম ছেড়ে ধরছে লাঠি,
স্বৈরাচারী এ কোটা নিয়মে মারছে লাথি।
দেশ উত্তাল ছাত্র মাতাল জয়ের নেশায়,
হাঁটছে তারা বীরের দেখা পথের দিশায়।
দেশের সোনা লোটে কারা কোটার ফাঁদ পাতি,
ওরা সব রণ সমরে ওরা বীরের জাতি।
ওরা বীর জাতি কোটা রুখি করছে লড়াই,
লড়াই করে কোটা ধারির ভাঙবে বড়াই।
ওরাই লড়াই করে রাখছে জীবন বাজি,
শিকল ছেড়া ধন্য সৈন্য তাজা রক্তে সাজি।
রচনাকাল:-
১৬ জুলাই, ২০২৪
(পূর্ণ পর্ব সাত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ, পূর্ণ পর্ব সমমাত্রিক, সমপর্বিক , সম মাত্রিক অপূর্ণ পর্ব, লয় মধ্যম প্রকৃতির, মিত্রাক্ষর ছন্দ)