আতরো চন্দনো মাখি স্নান সেরে বরই বাটি,
ঘুমিয়ে রব জনম ভর মাটিরে বানায়ে পাটি।
তোমাতে অমর হবে তোমার আমার আলিঙ্গন,
কি যে বিশেষ মাখামাখি সে নামে কবর প্রাঙ্গন।
হারগুর সব নড়বড়ে আর ভঙ্গুর হবে আমাতে,
মাংস গুলো পচে গলে মিলিয়ে যাবে তোমাতে।
তোমাতে মিশিয়ে বুক কতো সুখ কতো সুখ,
তোমারই আলিঙ্গনে ভুলিয়ে যাবো শত দুখ।
ও মাটি!তোমার আমার লীলাভূমি একই চিত্তে,
ও মাটি!তোমার আমার ঠিকানা একই বৃত্তে।
তোমার আমার সংসার সিংগাই ফু পড়া পর্যন্ত,
হাশর নাশর শেষ হলেই আরেক জীবন অনন্ত।
ও মাটি ,প্রিয়তম তুমি ভয়ংকর হয়ো না,
আমিও মাটি তুমিও মাটি ভুলে কভু যেয়ো না।
এ সুখের সংসার ভেঙ্গে গুরে দিয়ো না,
বধুয়ারে পোকা মাকড়কে খেতে দিয়ো না।
সর্প এলে তাড়িয়ে দিও দংশিতে দিও না,
বধুয়ারে নিরাপদ রেখো আযাব হতে দিয়ো না।
পাপী তাপি মানুষ আমি পূণ্য আমল খুবই কম,
পরকালের ভয়ে আমার বন্ধ হয়ে আসে দম।
পাহাড় সমান গুনাহ্ আমার মাথার উপরে,
ও আল্লাহ, মাফ কর এই গুনাহগার আমারে।
কবর প্রাঙ্গন মাটির এক সংসার,
কারো সুখের কারো দুঃখের এই সংসার।
পূণ্য আমল বেশি হলে মিলবে সুখবর,
পাপের কারণে এ সংসার দুঃখের সাগর।
রচনাকাল:-
২৩ মার্চ, ২০২২