মাগো তোমার শাসন ভাজন
যত আছে নিষেধ বারণ,
ভালোর জন্য সব আয়োজন
ধন্য আমি তোমার কারণ।
বুঝি মাগো বুঝি
তাইতো তোমায় খুঁজি,
দুঃখ তাপে ব্যথিত প্রাণে
তোমার বুকেই মুখটা বুজি।
মাগো তোমার মত
এত আপন,
অবনী 'পরে আছে কজন
মৃন্ময়ী স্বজন।
তোমার গন্ধে তোমার আনন্দে
ঘোচে সকল দুখ,
তাইতো আমি খুঁজে ফিরি
তোমার সোনা মুখ।
তোমার আঁচলে মুখ লুকিয়ে
শান্তি খুঁজে পাই,
তাই তো মাগো দৌড়ে ছুটে
তোমার কোলেই যাই।
রচনাকাল:-
৯ মে, ২০২৪