দশমাস দশদিন গর্ভে তোমার
ছিলাম মাগো আমি,
বিশ্ব ভবনে শ্রেষ্ঠ তুমি
তুমিই সবচেয়ে দামি।
বিধির দেওয়া তুমিই প্রথম
শ্রেষ্ঠ উপহার,
নেইকো তোমার শতপল
ভালোবাসার নেই উপসংহার।
মাগো তোমার পায়ে
লক্ষ- কোটি সালাম,
মুখটি তোমার আলো করে
এই ধরাতে এলাম।
কি করলে মিলবে মাগো
তোমার দুধের দাম?
গর্ভে তোমার ছিলাম মাগো
বেজায় ধুমধাম।
মা কর্মে রত তুমি
তোমার কষ্ট শত শত,
লালন পালন করতে আমায়
তোমার কষ্ট হয়েছে কত!
এই ধরাতে তুমিই মাগো
প্রথম ভালবাসা,
তোমার কাছেই পুরা মাগো
মনের যত আশা।
তোমার যত শাসন বারণ
হোক ছোট নগণ্য,
তোমার কারণ আমি মাগো
এই জগতে ধন্য।
বন্য আমি বিভুই পারে
তোমার কোলে এলাম,
গড়লে আমায় মানুষ করে
লক্ষ কোটি সালাম।
আমি যখন ছোট্ট শিশু
বড়ই অবোলা,
যত্ন করি লালন করলে
বরই সরলা।
মনটা আমার চায় শুধু
তোমার মমতা মায়া,
দেখলে তোমার চোখে
ভরে ওঠে মনকায়া।
তুমি যে আমার কতই আপন
নয়নেরো মনি,
তুমি না থাকলে জুটত আমার
সদা কপালে শনি।
তুমি যে আপনের আপন
বোঝাবো কেমন করি,
নিশ্বাসে - প্রশ্বাসে মা
তোমাকে আমি সরি।
বিশ্ব ভবনে বেহেস্ত তুমি
নেইকো তোমার জুড়ি,
বয়স কালে ভুল করেও
ডেকোনা মা কে বুড়ি।
আয় দয়াময়, মালিক খোদা
রহিম রহমান,
যত্ন করি রেখো ধরাতে
মায়ের সম্মান।
রচনাকাল:-
১২ মে, ২০১৩