তোমরা সবে কালেমা ওয়ালা হও,
জীভ ভিজাও জিকিরে কালেমা ওয়ালা হও।
লা- ইলাহা ইল্লাল্লাহ' সর্বত্তোম যিকির আজগার,
রাসুল যিনি, বলেন তিনি সৃষ্ট পয়গম্বার।
ইমান সবে তাজা কর বলো ' লা- ইলাহা ইল্লাল্লাহ',
খোল আসমানী দুয়ার এরশাদে রাসুলুল্লাহ।
ঈমানের শীর্ষ শাখা " লা- ইলাহা ইল্লাল্লাহ",
বর্নায়নে আবু হোরায়রা বলেছিলেন রাসুলুল্লাহ।
আনো ইমান রবে বলো " লা- ইলাহা ইল্লাল্লাহ",
জান্নাতি এই যিকিরকারী বলে গেলেন রাসুলুল্লাহ।
যদিও কর যিনা- চুরি হয়তো হবে জান্নাতি
বলো, "লা- ইলাহা ইল্লাল্লাহ",
ইহাই রবের " আলার রাগম"
বলে গেলেন রাসুলুল্লাহ।
মুছে যায় যদি ইসলাম জ্যোতি
কারুকার্যের মত,
সেইদিনও অটল রবে " লা- ইলাহাইল্লাল্লাহ"
সেদিন জান্নাতি এই যিকিরকারী যত।
ওহে মুসলমান, বলো "লা-ইলাহা ইল্লাল্লাহ",
এ যিকির ভারে তুচ্ছরূপে আসমান- জমিন
এরশাদ করলেন, রাসুলুল্লাহ।
কালেমা দাখিল হবে গ্রাম-শহর- মরুময়
বাকি থাকবেনা  কোন তাবু,
কালেমাওয়ালাই সেদিন ইজ্জতবান
বাকি সবাই রবে কাবু।
ওহে মুসলমান, ইমান আনো
বলো, লা- ইলাহা ইল্লাল্লাহ",
শাস্তি পাক তবু সরিষা দানা ইমানে জান্নাতি
বলে গেলেন, রাসুলুল্লাহ।
যিকির কর বলো, " লা- ইলাহা ইল্লাল্লাহ",
এই যিকিরেই দোয়া কবুল আলহামদুলিল্লাহ।
ও দয়াময়, দরদের খোদা কবুল ফরমাও,
যিকির করি এই কালেমায় মাফ করে দাও।
......................... আমীন।

রচনা কাল:-
তাং ১২ অক্টোবর, ২০১৭