যৌবন এমন রূপ ঝরো ঝর
ও লো আমারই কদম্ব সই,
সোনার যৌবন - রূপের মৌবন
হায়! এত রূপ পেলে সখী কই?

গন্ধরাজ আর হাসনা হেনা
সকাল বিকেল করে কানাকানি,
কদম্ব সই রূপের আঁধার
কোন সে সখী বন্য রাজার রানী।

সোনার বরণ কন্যা তুমি সই
কোন সে জলে সারো তুমি স্নান,
বর্ষা জলে স্নান সেরে সই
ছোটাও যে তুমি মধুময় ঘ্রাণ।

এই ঘন বর্ষারও লগনে
সাজালে গো সই বিটপির ডাল,
তবে কেন সখী রিক্ত হাতেই
শূন্য করে ডাল চলে যাবে কাল।

বৃষ্টিস্নাত এই মধু’ রাতে
প্রথম তুমি ফুল করেছো দান,
ওগো সই রূপ রসের রানী
তুমিই গাইছো শ্রাবণের গান।

বর্ষাকালেই কদম্ব সই
ফোটো তুমিই বৃক্ষ উজার করে,
কত প্রেম জাগে প্রেমিক হৃদয়ে
বর্ষাকালে তোমার স্মৃতি সরে।

কোন রঙ রূপে টানছো তুমিই?
থমকিয়ে চোখ সরে না দৃষ্টি,
ওলো ধন্য তুমি বন্য আমি সখি
কি অপরূপ বিধাতার সৃষ্টি।

রচনা কাল:-
৪ জুলাই, ২০২৪

(মাত্রাবৃত্ত ছন্দ)