ডিং ডং কলিংবেল
দরজায় কে?
খোকা খুকি নাচছে দেখ
দরজায় সে।

ঘেমে ঘুমে বাবা তাদের
হয়ে গেছে কাদা,
এক গাদা বাজারে
হাত তার বাঁধা।

ছোট্ট খোকা ট্রলিতে
লাফাচ্ছে বেশ,
এক লাফে বাবার কোলে
প্রতিযোগিতা শেষ।

ছোট খুকি একটু একটু
মন করেছে ভার,
দৌড়ে ছুটে গেস্ট রুমের
বন্ধ করলো দ্বার।

মান ভাঙাতে বাবা তার
ছুটলো পিছে পিছে,
সারাদিনের ব্যস্ত মা
পায়না খুঁজে দিশে।

বন্ধ কর ছোটা ছুটি
ভাত বেড়েছি পাতে,
স্নান সারো তাড়াতাড়ি
তোয়ালে নাও হাতে।

পরিবার মায়াজালে
কমতি নেই আবদার,
নিরন্তর চলছে
খোকা খুকি সমাচার।

রচনাকাল:-
৩০ এপ্রিল, ২০২৪