হাত বাড়ালাম ধরতে ও জল
জলে খালি করে ছল,
নিশীথ রাইতে কার পায়ে বাজে
সর্বনাশির মল!
কালা রাইতের কালা ঐ পানি
জ্বরে ডুবাবে জানি,
তবুও জলের ধারা চায় মন
কপালের জোড়া শনি।
গোপন মেঘেরা কানাকানি করে
দুঃখ বিবাদ ডরে,
কালা এ রাইতে কালার নীতিন
গোপন কোষেতে গড়ে।
ছল ছলাইয়া ঝরেরে ও জল
যেমন নাচেন মল,
ধরতে গেলেই পিছলায়া যায়
জলে খালি করে ছল।
দুরেরে থুইয়া কুবড়ি ও ভয়
করলাম জলে জয়,
কালার ও পানি কালাই রইল
খুব সুবিধার নয়।
কালার এ পানি সুবিধার নয়
জীবন করলো ক্ষয়,
কালার জ্বরে নিপাত জীবন
এ মনেতে লাগে ভয়।
রচনা কাল:-
১৪ অক্টোবর, ২০২৪
(পূর্ণ পর্ব ৬ মাত্রার মাত্রাবৃত্ত, সমমাত্রিক, সমপর্বিক, অপূর্ণ পর্ব সমমাত্রিক, মধ্যম লয়ের মিত্রাক্ষর ছন্দ।)